লিনাক্সের কোন ডিস্ট্রিবিউশন ইন্সটল করব?

গুগলে সার্চ করলে লিনাক্সের অসংখ্য ডিস্ট্রিবিউশন আপনারা পাবেন। এতগুলো দেখে অনেকেই বেশ কনফিজড হয়ে যান যে কোনটা ইন্সটল করা দরকার। সুতরাং আর কনফিউজড হইয়েন না।  এই টিউনে আমি লিনাক্সের যে কয়টা ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব সেগুলো হল
  • Ubuntu
  • Ubuntu Mate
  • Xubuntu
  • Lubuntu
  • Linux Mint
  • Elemntary OS
  • Zorin OS
আশা করি টিউনটি শেষ পর্যন্ত পড়লে আপনার আর কোন কনফিউশন থাকবে না। ডাউনলোড লিঙ্ক টিউনের শেষে দিয়েছি।
শুরু করা যাক-
যারা প্রথম লিনাক্স ইন্সটল করবেন তারা যদি আগে থেকে লিনাক্স ইউজ করছেন এমন কাউকে প্রশ্ন করেন যে কোনটা ইন্সটল করা দরকার তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসবে Ubuntu

 Ubuntu হল Debian এর উপড়ে বেস করে বানানো একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন এবং এটি পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহিত। কিন্তু আমি বলব উবুন্টু ইন্সটল করবেন না। এর পেছনে অনেক কারণ আছে। কারণগুলো হল -
  • উবুন্টু তে অনেক ফিচার নেই যেগুলো নতুন ইউজার রা চান। যেমনঃ উবুন্টু তে আপনি যদি কোন একটি সফটওয়্যারের শর্টকাট ডেস্কটপে রাখতে চান তাহলে তার জন্য আপনাকে বেশ কিছু কমান্ড এর মধ্যে দিয়ে যেতে হবে যা আপনি মোটেও চাইবেন না।
  • উবুন্টু এর যে ডিফল্ট ডেস্কটপ এনভাইরনমেন্ট (Unity) বেশ ভারী, যার ফলে অনেক ক্ষেত্রেই আপনার কম্পিউটার আশানরুপ পারফরম্যান্স দিতে ব্যর্থ হবে।
  • ইউজার ইন্টারফেস খানিকটা জটিল, নতুন ইউজারদের সফটওয়্যার খুঁজতে একটু সমস্যা হতে পারে। উবুন্টু এর সার্চ ফিচার টাও খানিকটা স্লো।
  • উবুন্টু তে কিছু সফটওয়্যার যেমনঃ MonoDevelop, Clementine ব্যবহার করার সময় আমি স্ক্রিন রেজুলেশনে কিছু সমস্যার সম্মুখীন হয়েছি।
  • উবুন্টু এর থিম ও অন্যান্য ভিজুয়াল এলিমেন্ট খুঁজে পাওয়া টা খানিকটা সমস্যার।
  • উবুন্টু এর ডিফল্ট সফটওয়্যার সেট খুব সমৃদ্ধ না। অনেক সফটওয়্যার আপনাকে পরবর্তীতে নিজে ইন্সটল করে নিতে হবে।
এছাড়াও উবুন্টু তে কিছু সমস্যা আছে যা ব্যবহারের সাথে সাথে বের হয়ে আসে। এর পরেও যদি আপনি উবুন্টু ফ্যমিলির অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চান তাহলে আমি আপনাকে তিনটা অপশন দিতে পারি -
Ubuntu Mate - Ubuntu Mate এবং Ubuntu এর মধ্যে তফাৎ খুব বেশি না। Ubuntu Mate এ ডেস্কটপ এনভাইরনমেন্ট হিসেবে Mate ব্যবহার করা হয়েছে। Ubuntu Mate এর বেস হিসেবে Ubuntu ব্যবহিত হয়েছে

Ubuntu Mate এর সুবিধা গুলো হল -
  • Mate ইন্টারফেস এর সাথে উইন্ডোজের ইন্টারফেসের বেশ খানিকটা মিল আছে তাই নতুন ইউজারদের কাছে অপরিচিত মনে হবে না।
  • Mate ইউজার ইন্টারফেস Unity এর থেকে অনেক হাল্কা এবং অনেক কম র‍্যাম ইউজ করে। সিস্টেমও বেশ ফাস্ট রান করে।
  • Mate ইন্টারফেসে সফটওয়্যারগুলো ক্যাটাগরি হিসেবে ভাগ করা থাকে তাই খুঁজে পেতে সমস্যা হয়না।
  • Mate এর জন্য ইন্টারনেটে বেশ কিছু থিম পাওয়া যায়।
  • Ubuntu Mate এ বেশ কিছু প্রোপ্রিয়েটারি ড্রাইভার আগে থেকেই ইন্সটল করে থাকে যার ফলে এটি ল্যাপটপে ইন্সটল করার জন্য খুবই ভাল।
তবে হ্যাঁ Ubuntu রেজুলেশনের সমস্যা আমি এখানেও ফেস করেছি।
Xubuntu - এটি হল আমার সব থেকে পছন্দের লিনাক্স ডিস্ট্রিবিউশন। গত ৪ বছর ধরে ব্যবহার করছি।Ubuntu এর উপড়ে বেস করে বানানো এই লিনাক্স ডিস্ট্রিবিউশনে ডিফল্ট এনভাইরনমেন্ট হিসেবে Unity ব্যবহার না করে Xfce ব্যবহার করা হয়েছে।

Xubuntu এর সুবিধা গুলো হল -
  • Mate এর মত Xfce ইন্টারফেস এর সাথেও উইন্ডোজের ইন্টারফেসের বেশ খানিকটা মিল আছে তাই নতুন ইউজারদের কাছে অপরিচিত মনে হবে না।
  • Xfce ইউজার ইন্টারফেস Unity এর থেকে অনেক হাল্কা এবং অনেক কম র‍্যাম ইউজ করে। সিস্টেমও বেশ ফাস্ট রান করে।
  • এই ইন্টারফেসেও সফটওয়্যারগুলো ক্যাটাগরি হিসেবে ভাগ করা থাকে তাই খুঁজে পেতে সমস্যা হয়না।
  • উবুন্টু এর রেজুলেশন সঙ্ক্রান্ত সমস্যা গুলো নেই।
  • Xubuntu বেশ কিছু সফটওয়্যার ইন্সটল করা থাকে যা আপনার লিনাক্স ব্যবহার অভিজ্ঞতা কে আরও সহজ করবে।
  • Xfce এর অনেক সুন্দর সুন্দর থিম, আইকন প্যাক, উইজেট ইন্টারনেটে পাওয়া যায়। নিচের স্ক্রিনশট টি দেখলে বুঝতে পারবেন।
Xubuntu আসলে এমন একটি অপারেটিং সিস্টেম যা একাধারে বেশ সুন্দর এবং হাল্কা। এখন পর্যন্ত একটা মাত্র সমস্যা আমি এই অপারেটিং সিস্টেমে ফেস করেছি। তা হলে এর ডিফল্ট ভিডিও প্লেয়ার সংক্রান্ত। এটা বড় কোন ব্যপার না। আপনি VLC ইন্সটল করে নিলেই সমস্যা সমাধান।
Lubuntu - আপনি যদি বেজায় পুরনো একটি কম্পিউটারের অধিকারী হয়ে থাকেন অথবা আপনার যদি একটি অত্যন্ত দুর্বল Intel Atom প্রসেসরবিশিষ্ট নেটবুক থেকে থাকে তাহলে তার জন্য সব থেকে সুবিধাজনক হল Lubuntu। Lubuntu হল Ubuntu এর উপড়ে বেস করে বানান একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন এবং এটি উবুন্টু পরিবারের সব থেকে হাল্কা সংস্করণ

Lubuntu তে এনভাইরনমেন্ট হিসেবে ব্যবহিত হয়েছে LXDE। এটি লিনাক্স এর দুনিয়ায় সব থেকে হাল্কা এনভাইরনমেন্ট।Lubuntu এর সুবিধা গুলো হল -
  • Lubuntu খুবই কম র‍্যাম ব্যবহার করে এমন কি এর র‍্যাম ইউসেজ ১০০ মেগাবাইটের ও কম। তাই কম্পিউটার অনেক ফাস্ট থাকে।
  • যারা Windows XP ব্যবহার করেচেন তাদের কাছে ইন্টারফেসটি বেশ পরিচিত মনে হবে।
  • ডিফল্ট ভাবে ইন্সটল করা সফটওয়্যার গুলো বেশ ভাল এবং কাজের।
Lubuntu তেও আমি Ubuntu রেজুলেশনের সমস্যা ফেস করেছিলাম। এছাড়াও Lubuntu অনেক বেশি হাল্কা হওয়ায় দেখতে খুব বেশি সুন্দর না। আমার মতে Xubuntu ইন্সটল করা Lubuntu ইন্সটল করার থেকে ভাল। তবে Lubuntu ও খারাপ না।

আচ্ছা, এতক্ষণ তো আমি আলোচনা করলাম Ubuntu পরিবারের সদ্যসদ্যের নিয়ে। আপনি যদি চান যে আপনি Ubuntu পরিবারের বহির্ভূত কোন ডিস্ট্রিবিউশন ব্যবহার করবেন তাহলে আপনার জন্য আমার কাছে আরও তিনটা অপশন আছে

Linux Mint - গুগলে Linux Mint নিয়ে সার্চ করলে একটা কথা হয়ত আপনি খুঁজে পাবেন। তা হল
Linux Mint is the most loved linux distribution
হ্যাঁ আসলেই Linux Mint একটি ভালবাসার মত ডিস্ট্রিবিউশন। Linux Mint এর বেস Ubuntu নয় তবে সফটওয়্যার রিপোসিটরি হিসেবে Ubuntu এর রিপসিটরিগুলোই Linux Mint এও ব্যবহিত হয়। অর্থাৎ  Ubuntu পাওয়া যায় এমন সব সফটওয়্যার Linux Mint এও পাওয়া যায়। Linux Mint Debian Edition (LMDE) নামে Linux Mint একটি বিশেষ সংস্করণ আছে যেখানে সফটওয়্যার রিপোসিটরি হিসেবে Ubuntu এর পরিবর্তে Debian এর রিপোসিটরি ব্যবহার করা হয়েছে। Linux Mint এর সুবিধা গুলো হল -
  • Linux Mint এর আপডেট ম্যানেজার Ubuntu এর থেকে অ্যাডভান্সড। যদি Linux Mint আউডেট রিপসিটরি হিসেবে Ubuntu এর রিপোসিটরি ব্যবহার করে তবুও Linux Mint এর আপডেট ম্যানেজার শুধুমাত্র পরিক্ষিত আপডেট গুলো ইন্সটল করে এবং সর্বচ্চ স্ট্যাবিলিটি নিশ্চিত করে।
  • Linux Mint চারটা আলাদা আলাদা এনভাইরনমেন্টে পাওয়া যায়। Cinnamon, Mate, Xfce এবং KDE। যদি LMDE শুধুমাত্র দুটি এনভাইরনমেন্টে পাওয়া যায়। Cinnamon এবং Mate। কোনটা নামানো উচিত তা একটু পরে বলছি।
  • Ubuntu রেজুলেশনের সমস্যা এখানে নেই।
  • ইন্টারনেটে বেশ কিছু থিম ও আইকন প্যাক পাওয়া যায়।
  • নিজস্ব ফোরাম আছে যেখানে মোটামুটি সব সমস্যার সমাধান পাওয়া যায়।
Linux Mint এর সব সংস্করণ গুলোই প্রায় একই রকম দেখতে, কিন্তু তবুও এনভাইরনভেন্ট অনুযায়ী এক্সপেরিএন্স কিছুটা চেঞ্জ হয়। এবার আমরা আলোচনা করি যে আমাদের কোন এনভাইরনমেন্ট নামানো উচিত
  • Cinnamon - এই এনভাইরনমেন্ট টি Mint এর ডেভেলপার রা তৈরি করেছেন। এইএনভাইরনমেন্ট দেখতে অন্যান্য গুলোর থেকে অনেক সুন্দর। এটি অন্যান্য গুলোর থেকে বেশ ভারীও বটে। Cinnamon এনভাইরনমেন্ট গ্রাফিক্স এক্সেলারেশন সমর্থন করে। শক্তিশালী কম্পিউটার ছাড়া Cinnamon না ইন্সটল করাই ভাল। নিচে একটি স্ক্রিনশট দিলাম
  • Mate - এই এনভাইরনমেন্ট টিও Mint এর ডেভেলপার রা তৈরি করেছেন। Mate এনভাইরনমেন্ট Cinnamon এর থেকে বেশ খানিকটা হাল্কা এবং দেখতেও বেশ সুন্দর। ইন্টারনেটে এই এনভাইরনমেন্টের বেশ কিছু থিম পাওয়া যায়। নিচে স্ক্রিনশট দিলাম
  • Xfce - Xubuntu নিয়ে আলোচনার সময় আমি Xfce নিয়ে বেশ কিছু কথা বলেছি। ব্যক্তিগত ভাবে আমি এটাকে সব থেকে পছন্দ করি। এটা একাধারে হাল্কা এবং সুন্দর। এটি সব ইউজারদের জন্যই উপযোগী। স্ক্রিনশট নিচে
  • KDE - KDE এনভাইরনমেন্ট আমি কখনোই খুব একটা পছন্দ করি নি তাই এটা নিয়ে আমি তেমন কিছু লিখতে চাচ্ছি না। এটা এডভান্সড ইউজারদের জন্য ভাল কিন্তু নতুনদের জন্য অনেক জটিল হয়ে যায়।

Elementary OS - Elementary OS হল ২০১৪ সালে নির্বাচিত সবথেকে সুন্দর লিনাক্স ডিস্ট্রিবিউশন

এই ডিস্ট্রিবিউশনেও রিপসিটরি হিসেবে Ubuntu এর রিপসিটরি ব্যবহার করা হয়েছে। এই ডিস্ট্রিবিউশনের এর মুল লক্ষ ছিল লিনাক্স ব্যবহারকারীদের অ্যাপলএর ম্যাক এর মত একটি অভিজ্ঞতা দেওয়া। Elementary OS এর ইন্টারফেস অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশন গুলোর থেকে বেশ সুন্দর। এনভাইরনমেন্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে Pantheaon। অত্যন্ত সুন্দর এই এনভাইরনমেন্ট স্বাভাবিক ভাবেই খানিকটা ভারী। মাঝারি ক্ষমতাসম্পন্ন কম্পিউটারে কোন সমস্যা ছাড়াই চলবে বলে আমার ধারনা। একটু আলাদা ধরনের কিছু টেস্ট করতে চাইলে Elementary OS ইন্সটল করতে পারেন।

Zorin OS - যারা এমন একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন খুঁজছেন যেটা উইন্ডোজের মত তাদের জন্য আছে Zorin OS
এই ডিস্ট্রিবিউশন টিকে যতটা সম্ভব উইন্ডোজের মত করে তৈরি করা হয়েছে। বিল্টিন ভাবে অনেক সফটওয়্যার এতে ইন্সটল করা আছে যা ডেইলি ইউজের জন্য যথেষ্ট। এই ডিস্ট্রিবিউশনে উইন্ডোজের সফটওয়্যার ও রান করতে পারবেন। তবে এই ডিস্ট্রিবিউশন খানিকটা ভারি।

এবার সম্পূর্ণ টিউনের একটি সারাংশ বলি। আপনার কম্পিউটার যদি ক্ষমতা সম্পন্ন হয় তাহলে আপনি Ubuntu অথবা Linux Mint Cinnamon অথবা Elemntary OS অথবা Zorin OS ইন্সটল করতে পারেন। এই তিনটি ডিস্ট্রিবিউশনের ইন্টারফেসই বেশ সুন্দর। তবে এগুলো খানিকটা রিসোর্স হাংরি।
Ubuntu Mate এবং Linux Mint Mate মাঝারি ক্ষমতাসম্পন্ন কম্পিউটারে ভালী চলবে বলে আমার ধারনা। Ubuntu Mate ল্যাপটপের জন্য বেশ উপযোগী।
Linux Mint, Xfce এবং Lubuntu দুর্বল কম্পিউটার গুলোর জন্য অনেক ভাল হবে।
তবে আপনি যদি এমন একটি ডিস্ট্রিবিউশন খুঁজেন যা একাধারে সুন্দর, হাল্কা, দ্রুত এবং সব ধরনের কম্পিউটারেই চলবে তাহলে আমি বলব আপনি Xubuntu ইন্সটল করুন। আশা করি অনেক আনন্দ পাবেন Xubuntu ইউজ করে।
আরেকটা কথা। আমি কিছু কিছু ডিস্ট্রিবিউশনে বলেছি যে আমি কিছু সমস্যা ফেস করেছি। তার মানে এই নয় যে আপনিও করবেন। হয়তো আপনার কম্পিউটারে এই সমস্যা গুলো দেখা দিবে না।

Download Link -
Ubuntu, Ubuntu Mate, Xubuntu, Lubuntu এর ডাউনলোড পেজে দেখবেন একটি লেটেস্ট সংস্করণ থাকবে এবং আরেকটা থাকবে LTS সংস্করণ। আপনি যদি বাগের সম্মুখীন হতে না চান তবে LTS সংস্করণ ডাউনলোড করবেন।
Zorin OS এর ডাউনলোড পেজে এর ৪ টা সংস্করণ পাওয়া যায়, আপনি Core সংস্করণ ডাউনলোড করবেন।
Share on Google Plus

About Engr. Rokon Khan

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment