৯ মিলিয়ন অ্যাপস আইটুন্স এবং ৮.৫ এর চেয়েও বেশি অ্যাপস আছে গুগোল স্টোরে, এর ভিজিবিলিটি বাড়ানোর জন্যে অ্যাপ স্টোর অপটিমাইজেশন এর সমন্নিত প্রক্রিয়াগুলো ব্যবহার করা হয় যা অ্যাপ স্টোর অপটিমাইজেশন সাথে অনেকখানিই সম্পর্কিত। তার মানে অ্যাপ্লিকেশন প্রকাশকদের নিজের বানানো অ্যাপসটি আলাদা ভাবে দেখানোই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি যদি অ্যাপস ডেভলাপার হয়ে থাকেন তাহলে অ্যাপস অপটিমাইজেশন-এর ভিবিন্ন পদ্ধতি জানা অতি অব্যশ্যাক। আমরা আপনাকে দেখাবো অনেক গুরুত্বর্পূন কয়েকটি পদ্ধতি যা কিন্ অনেক অ্যাপ্লিকেশন ডেভলাপারাই করেনা।
(এএসও) অ্যাপ স্টোর অপটিমাইজেশন কি?
অ্যাপ স্টোর অপটিমাইজেশন (এএসও) হচ্ছে এমন পদ্ধতি যা কিনা তোমার বাননো অ্যাপসটি যাতে অ্যাপ স্টোরে হাই রেংকে দেখানো যায়। হাই রেংকিং অ্যাপস গুলো খোজার সময় বেশি দৃশমান হয়, সে সব অ্যাপ গুলো কাস্টমারদের কাছে বেশি আকশর্নীয় হয়।
অ্যাপ স্টোর অপটিমাইজেশন (এএসও) –এর মূল লক্ষ্যই হচ্ছে অ্যাপ স্টোরে আপনার তৈরিকৃত অ্যাপসটি বেশি মানুষের কাছে জনপ্রিয় বানানো যাতে ব্যবহারকারীরা আপনার তৈরিকৃত অ্যাপসটি ডাউনলোড করতে ইচ্ছুক হয়। প্রতিযোগীদের তুলনায় নিজেদের রেংকিং বাড়ানোর জন্যেই অ্যাপ স্টোর ব্যবহার করা হয়।
অ্যাপ স্টোর অপটিমাইজেশন (এএসও) কেন গুরুত্বর্পূন?
ব্যবহারকারীরা যেন সহজেই অ্যাপ স্টোর থেকে অ্যাপটি খুজে পায়, কারণ অ্যাপ স্টোরের সার্চ ইঞ্জিন ব্যবহার করেই ৯০% ইউজাররা প্রয়োজনীয় অ্যাপটি খুজে বের করেন। অ্যাপ স্টোর অপটিমাইজেশন (এএসও)–এর অরেকটি অতি গুরুত্বর্পূন তথ্য হচ্ছে যে আপনাকে টার্গেটেড কাস্টমার খুজে দিতে সাহায্য করবে।
ফরেস্টের তথ্য অনুযায়ী ৬৩% অ্যাপস পাওয়া যায় খোজকারীদের খোজার মাধ্যমে।সম্প্রতী গুগোলের আ/ও ওংকিত জৈন বলেছেন যে, “গুগল অ্যাপস্টোর থেকে বেশিরভাগ অ্যাপ সার্চ ইঞ্জিন রেজাল্টে খুজে পাওয়ার উপর নির্ভর করেই ব্যাপক হারে ডাওনলোড করা হয়” তারমানে মোবাইল অ্যাপ পাবলিশাররা অ্যাপসের সার্চ রেংকিং বাড়ানোর জন্যে যদি অ্যাপ স্টোর অপটিমাইজেশন ব্যবহার করে না থাকেন তবে তাদের অ্যাপটি জনপ্রিয় করার জন্যে সবচেয়ে বড় মাধ্যমগুলোর একটি মিস করছেন।
অ্যাপস্টোরঅপ্টিমাইজেশনেরমেকানিক্স:
অ্যাপ স্টোর অপ্টিমাইজেশনের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর গুলোকে অনেক ভাবেই ভাগ করা যায় তা নিচে দেওয়া হল
- মেইন/প্রথমিক ফ্যাক্টর: মেইন / প্রাথমিক ফ্যাক্টরকে আমরা র্সাস ইঞ্জিনের ভাষায় অন সাইট অপটিমাইজেশন ও বলতে পারি। অ্যাপস স্টোর অপটিমাইজেশন এর সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অনপেজ অপটিমাইজেশন। কারণ এটা সাধারনত অন পেজে বা অ্যাপস এর ভেতরে কাজ করা হয়। এটি অনেক গুরুত্বর্পূণ ফ্যাক্টর।
- শিরোনাম – আপনি এস ই ও বা অনলাইনে মার্কেটিং-এর মত করে চিন্তা করেন, সবাই সার্চ করে আগে আপনার অ্যাপসটি ডাউনলোড করবে এটাইতো চান, এর জন্য আপনার টাইটেল টাকে সমৃদ্ধ করতে হবে যাতে আপনার টাইটেল তাকে মুগ্ধ করে তাহলে সে এমনিতেই আপনার অ্যাপস ডাউনলোড করবে। তাই অ্যাপ স্টোর অপটিমাইজেশন এর প্রথম ফোকাসই হল টাইটেল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সুতরাং আমাদের সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে এই টাইটেল এর দিকেই। ভালো একটা টাইটেল আপনাকে দিবে অনেক প্রকার সুবিধা।
- কি-ওয়ার্ড– অ্যাপসের শিরোনামে যে সার্স কিওয়ার্ডটি বসানো হয় সেটিই হতে পারে সার্চ ট্রাফিকের অন্যতম উৎস। কিওয়ার্ড নিয়ে রিসার্চের উপর কিছু সময় ব্যয় করুন। মনে রাখবেন কিওর্য়াডটা যেন অবশ্যই অ্যাপস রিলেটেড হয়। টার্গেট ইউজাররা কোন কি-ওয়ার্ড গুলো সচরাচর ব্যবহার করে সেগুলো খুজে বের করে ব্যবহার করলে, সেগুলো সার্চ রেংকিএ বাড়াতে অনেক বেশি সহায়তা করে থাকে। এতে করে প্রতি সপ্তাহান্তে আপনাকে সময় দিতে হবে। অ্যাপ স্টোর অপটিমাইজেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি।
- সেকেন্ডারি ফ্যাক্টর: সেকেন্ডারি ফ্যাক্টর বলতে আমরা অফ সাইট অপটিমাইজেশনও ধরে থাকি । অ্যাপ অপটিমাইজেশন এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অফপেজ অপটিমাইজেশন। আপনি যদি অনপেজ করে থাকেন তাহলে অফপেজ এর জন্য কিছুটা সময় ব্যায় করা অপরির্হায্য। তাহলে তারাতারি আপনার অ্যাপসটি দ্রুত রেংকে আনা সম্ভব নতুবা নয়। অফপেজ অপটিমাইজেশনএ ও কিছু স্টেফ আছে তা আলোচনা করা হলো
- ডাওনলোড– অ্যাপগুলো মোট কত বার ডাওনলোড হয়েছে সেটি অ্যাপ স্টোরঅপটিমাজেশনেরক্ষেত্রেবেশগুরুত্বপূর্ণবিষয়।এটি হচ্ছে সেকেন্ডারি ফ্যাক্টর তাই এখানে অ্যাপ স্টোর অপটিমাইজেশন (এএসও)-এর গুন নাই বললেই চলে। তবেহে যাদি আপনি অ্যাপঅপ্টিমাইজেশন করে থাকেন তাহলে আপনার অপ্যাস ইউজার পাবেনই। এবং তা ডাউনলোড ও অধিক পরিমানই হবে বল্লেই চলে।
- রেটিং এবং রিভিও– অ্যাপ স্টোর অপ্টিমাইজেশনের (ASO) খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে রেটিং। রেটিং এবং রিভিও এটি নির্ভর করে ব্যবহার কারীদের উপর। যখন ইউজার গুড রিভিউ দিতে থাকবে তখন সেটা কাষ্টমারদের আরো ডাউনলোড করতে উতসাহিত হবে । ব্যবহার কারীরা যদি ডাউনলোড করে অ্যাপসটি সুবিধাজনক মনে করে তবে ব্যবহারকারীদেরকে খুশি করে ভাল রেটিং / রিভিও ও পাবার আশা করা যায়।খুবই গুরুত্বপূর্ণ রেটিং ও রিভিও র্পাটটি।

0 comments:
Post a Comment