1. প্রথমে আপনাকে http://www.hostinger.in/ এ গিয়ে রেজিস্টার করতে হবে। (আমার অ্যাকাউন্টের রেফারেলhttp://api.hostinger.in/redir/12552693 এই লিঙ্কের মধ্যমেও যেতে পারেন।)
2. Hostinger ম্যানুয়ালি ডাটা চেক করে তার পর ডোমেইন দেবে তাই রেজিস্টারের সময় সঠিক তথ্য দেবার চেষ্টা করুন। Google+ অথবা Facebook অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্টার করলে ডোমেইন পাওয়া বেশি সহজ।
3. রেজিস্টার সম্পূর্ণ হলে ইমেইলে গিয়ে ভেরিফাই করুন।
4. এবার আপনার Hostinger অ্যাকাউন্টে প্রবেশ করুন।
5. Domains এবার ডোমেইনে গিয়ে নিউ ডোমেইন রেজিস্ট্রেশানে যান।
6. এবার আপনার পছন্দের ডোমেইন বেছে নিন।
7. Who.is তথ্য সঠিক দিন মনে রাখবেন Hostinger ম্যানুয়ালি ডাটা চেক করে।
8. C0upon Code দেওয়ার দরকার নেই। আসা করি দাম শূন্যই দেখাচ্ছে।
9. Order করুন দুদিনের মধ্যে ফ্রী ডোমেইন পেয়ে যাবেন।
10. আসুন ফ্রী ডোমেইনের সাথে আর কি কি পেলেন দেখে নেওয়া যাক
2000 MB Disk Space
100 GB Bandwidth
Free Subdomain
2- E-mails Accounts
2 Databases এবং আর অনেক কিছু।
আমি slimsoft.xyz domain টি আজ ই পেলাম চাইলে who.is এ গিয়ে সত্যতা যাচাই করতে পারেন।
আর সবার এটা অবশ্যই জানা উচিত গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট আই এন সি ও abc.xyz ব্যবহার করছে। তাই বলা যাই ভবিষ্যৎ
এ গুগলের কাছে .com এর মত জনপ্রিয়তা .xyz ও পাবে।
0 comments:
Post a Comment